Translate

Tuesday, June 14, 2016

বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলো

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমান যুগে সশস্ত্র বাহিনীর একটি অবিচ্ছেদ্য অংশ । শত্রুদেশের ঝটিকা বিমান আক্রমন বা মিসাইল হামলার মুখে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে ক্ষয়ক্ষতি কমানো এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনও বিকল্প নেই । এটি বিমান বাহিনীর একটি পরিপূরক ব্যবস্থা হিসেবে দায়িত্ব পালন করে । আসুন এবার জেনে নেই বর্তমান সময়ে সার্ভিসে থাকা কিছু শক্তিশালি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ।




S-300 


এস-৩০০ সোভিয়েত রাশিয়া নির্মিত বর্তমান সময়ের শক্তিশালি একটি এয়ার ডিফেন্স সিস্টেম । এটি Almaz-Antey কোম্পানি নির্মাণ করেছে এবং ১৯৭৮ সাল থেকে বর্তমান সময় অবধি ব্যবহৃত হচ্ছে । এটি একটি দীর্ঘ পাল্লার  এয়ার ডিফেন্স সিস্টেম যার নেভাল স্পেশালাইজড ভার্সন সহ অনেকগুলো ভার্সন রয়েছে । শত্রু বিমান ও মিসাইল সহ সব ধরনের হুমকি মোকাবেলায় এর আছে শক্তিশালি PESA রাডার যা ৩০০ কিলোমিটার ব্যাসের মধ্যে যেকোনো হুমকিকে সনাক্ত করতে পারে  এবং ৩০ কিলোমিটার উচ্চতা অবধি থাকা লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করে দেয়ার জন্য মিসাইল ছোড়ার নির্দেশ দিতে পারে । এর মিসাইলগুলো বিভিন্নভাবে বিভিন্ন ভার্সনে ব্যবহার হয় এবং এদের সর্বোচ্চ রেঞ্জ ৩০০ কিমি । এটি রাডারের সহায়তায় একই সাথে ১২ টি টার্গেট সনাক্ত করতে পারে এবং তাৎক্ষনিক ভাবে ৪ টি টার্গেটকে ধ্বংস করার জন্য মিসাইল ছুড়ে দিতে পারে । এস-৩০০ এর মিসাইলের লক্ষ্যবস্তুকে এর মিসাইল ততক্ষণ পর্যন্ত তাড়িয়ে বেড়ায় যতক্ষণ না পর্যন্ত একে ধ্বংস না করে ছাড়ে ।  এটি বিশেষ করে ন্যাটোভুক্ত আমেরিকা এবং দেশগুলোর বিমান ও মিসাইলকে প্রতিহত করার জন্য বিশেষ ভাবে তৈরি একটি কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর প্রথম পছন্দ হিসেবে স্থান দখল করে আছে । বর্তমানে রাশিয়া, ভারত, ইরান, আলজেরিয়া, বেলারুশ, বুলগেরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা , সিরিয়া, স্লোভাকিয়া, আরমেনিয়াসহ বিশ্বের বহু দেশ এই এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করে ।