Translate

Thursday, September 8, 2016

জার্মানির ভি-২ রকেট ( আধুনিক মিসাইলের পূর্ব পুরুষ )


ভি-২ হচ্ছে জার্মানির তৈরি ২য় বিশ্বযুদ্ধের সময়কার একটি ক্ষেপণাস্ত্র এবং এটি পৃথিবীর প্রথম ব্যবহৃত ক্ষেপণাস্ত্র যা জার্মান বাহিনী ব্রিটেন এবং ফ্রান্সের বিরুদ্ধে ব্যবহার করে । যদিও যুদ্ধের শেষ দিকে এটি ব্যবহার শুরু হয় । তবে সামরিক বিশারদগণ এর মাধ্যমে প্রথম জানতে শুরু করেন ক্ষেপণাস্ত্রের ধ্বংসলীলা এবং ভাবতে শুরু করেন ভবিষ্যৎ যুদ্ধের এই গেমচেঞ্জার অস্ত্রটি সম্পর্কে । যাই হোক, ১৯৪৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম জার্মান বাহিনী প্যারিস এবং লন্ডনে এই ভি-২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলাফল ছিল অবিশাস্য । প্রায় ২৫০০ সেনাসহ বেসামরিক নাগরিক মারা গিয়েছিল এবং ৬০০০ এর মত হয়েছিল আহত । এরপর থেকে সর্বমোট ৩১৭২ বার ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ হতাহত হয় । এই রকেট নিক্ষেপের জন্যে প্রস্তুত করতে ৯০ মিনিট সময় লাগত এবং নিক্ষেপের মাত্র ৩০ মিনিটের মধ্যে এটি ব্রিটেন এবং ফ্রান্সে আঘাত হানতে সক্ষম ছিল । ভয়াবহ ক্ষিপ্র এই রকেটকে রোখার মত কোনও প্রযুক্তি তখন ব্রিটেন, ফ্রান্স বা আমেরিকার হাতে ছিল না । আমেরিকা এবং সোভিয়েতরা এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি সম্পর্কে জানতে ব্যাকুল ছিল । যুদ্ধে জার্মানি পরাজয়ের পর ব্রিটেন , আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন এই ক্ষেপণাস্ত্র হস্তগত করে এবং তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটায় ।

তথ্যসূত্র ঃ militaryhistory.about.com